Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-ক্যানবেরা বৈঠকে সহিংসতা মোকাবিলা গুরুত্ব পাবে


৩ সেপ্টেম্বর ২০১৯ ১৯:১০ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০১৯ ২১:৩৭

ঢাকা: অস্ট্রেলিয়ার পররাষ্ট্র এবং নারীবিষয়ক মন্ত্রী, সিনেটর মেরিস পেইন মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) তিন দিনের সফরে বাংলাদেশ সফরে আসছেন। এর মধ্যদিয়ে প্রায় ২১ বছর পর অস্ট্রেলিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী এবং প্রায় ১৩ বছর দেশটির মন্ত্রিসভার কোনো সদস্য বাংলাদেশ সফর করছেন। এই সফরে ঢাকার সঙ্গে বৈঠকে সহিংস চরমপন্থা মোকাবিলা, বাণিজ্য ও বিনিয়োগের অগ্রগতি, অস্ট্রেলিয়ান শিক্ষার প্রচার এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবে ক্যানবেরা।

বিজ্ঞাপন

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বহু বছর পর অস্ট্রেলিয়ার সরকারের মন্ত্রিসভার একজন সদস্য বাংলাদেশ সফরে আসছেন। বিষয়টি ঢাকার জন্য ইতিবাচক। এই সফরে ক্যানবেরার পক্ষ থেকে সন্ত্রাস এবং চরমপন্থা বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। অন্যদিকে, ঢাকা গুরুত্ব দেবে বাণিজ্য এবং বিনিয়োগ বিষয়ে।

‘একটি দ্বীপ মহাদেশীয় রাষ্ট্র হওয়ায় ভারত মহাসাগরীয় প্রশান্ত অঞ্চলের (ইন্দো প্যাসিফিক) অর্থনৈতিক উন্নয়নে মানসম্মত সমুদ্র পরিবেশের গুরুত্বকে অস্ট্রেলিয়া স্বীকৃতি দেয়’, উল্লেখ করে মেরিস পেইন এক বার্তায় বলেন, ‘তৃতীয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে আমি ৩-৫ সেপ্টম্বর বাংলাদেশ সফর করব। এই সম্মেলনে আমি টেকসই পরিবেশবান্ধব সমুদ্রভিত্তিক শিল্পের কৌশল নিয়ে কথা বলব। পরিবেশগতভাবে টেকসই সমুদ্রভিত্তিক শিল্পের মধ্যে রয়েছে- মাছ ধরা, জলজ শিল্প, পর্যটন, জাহাজ শিল্প, তেল এবং গ্যাস তৈরির কৌশলগত দিক।’

মেরিস পেইন আরও বলেন, ‘এই সম্মেলনে আইওআরএ ব্লু কারবন হাব’র ঘোষণা দিবে অস্ট্রেলিয়া। যা পার্থের পশ্চিম অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ে স্থাপিত। এই হাব প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে- সমুদ্রের ইকোসিস্টেমকে পরিবেশবান্ধব এবং মানসম্মত রাখা। জলজ পরিবেশ, ম্যানগ্রোভ, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাও এই হাব প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য।’

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সফরে আমি কক্সবাজারের একাধিক রোহিঙ্গা শিবির পরিদর্শন করব। যেখানে প্রায় ৯ লাখ মানুষ মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আশ্রয় নিয়েছে। এছাড়া বাংলাদেশ সরকারের সাথে সহিংস চরমপন্থা মোকাবিলা, বাণিজ্য ও বিনিয়োগের অগ্রগতি, অস্ট্রেলিয়ান শিক্ষার প্রচার এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করব।’

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

অস্ট্রেলিয়া ক্যানবেরা ঢাকা পররাষ্টমন্ত্রী মেরিস পেইন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর