Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরার ডেঙ্গু রোগীর খুলনায় মৃত্যু


৩ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৩৯

সাতক্ষীরা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতক্ষীরার কলারোয়ার রহিমা বেগম (৫৮) নামে এক নারী খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এনিয়ে, সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট তিনজনের মৃত্যু হলো।

রহিমা বেগম কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়ীয়া গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তার স্বামী ইয়াছিন আলীও গাজী মেডিকেলে ভর্তি ছিলেন।

বিজ্ঞাপন

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল ইসলাম জানান, ডেঙ্গু জ্বরসহ বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে ওই এক সপ্তাহ আগে সাতক্ষীরা সিবি হাসপাতালে প্রথমে ভর্তি হন রহিমা বেগম। সেখানে তার অবস্থার অবনতি হলে তিনদিন পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়। সেখান থেকে স্থানান্তর করা হয় গাজী মেডিকেল কলেজ হাসপাতালে।

সেখানে চিকিৎসাধীর অবস্থায় তিনি সোমবার রাতে মারা যান।

হাসপাতাল থেকে পাওয়া ছাড়পত্র দেখে ডা. কামরুল ইসলাম বলেন, রহিমা বেগম ডেঙ্গু, হাইপোথাইরোডিজম, ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আবু শাহিন জানান, চলতি ডেঙ্গু মৌসুমে সাতক্ষীরায় মোট ৪৮২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে সনাক্ত করা হয়েছে। এর মধ্যে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪০ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরো ৩৪৫ জন এবং অন্য হাসপাতালে রেফার করা হয়েছে আরো ৯৭ জনকে। আক্রান্তদের সাতক্ষীরা সদর ও মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাপাতালে যারা ভর্তি রয়েছেন তারা এখন আশংকামুক্ত বলে জানান সিভিল সার্জন।

বিজ্ঞাপন

ডেঙ্গু জ্বর ডেঙ্গুতে মৃত্যু

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর