গাছ কেটে হল নির্মাণ, প্রতিবাদে জাবির প্রশাসনিক ভবন অবরোধ
৩ সেপ্টেম্বর ২০১৯ ১২:০৯ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০১৯ ১৩:০৮
সাভার: গাছ কেটে হল নির্মাণের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে রাখা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি অংশ প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন।
‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ এর ব্যানারে বিকেল ৪টা পর্যন্ত এই অবরোধ কার্যক্রম চলবে। অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি।
আন্দোলনকারীদের দাবিগুলো হলো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের তিনটি হল স্থানান্তর করে নতুন জায়গায় দ্রুত কাজ শুরু করা, মেগাপ্রজেক্টের টাকার দুর্নীতির ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত করা, টেন্ডারের শিডিউল ছিনতাইকারীদের শাস্তি দেওয়া, মেগা প্রজেক্টের স্বচ্ছতা নিশ্চিত করে সব ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ করা এবং মেগা প্রজেক্টের বাকি স্থাপনার কাজ স্থগিত রেখে সকল স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে মাস্টারপ্ল্যান পুনর্বিন্যাস করা।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার আহ্বায়ক শাকিল উজ্জামান বলেন, বুধ ও বৃহস্পতিবারও এই কর্মসূচী চালিয়ে যাবেন তারা। এর মধ্যে দাবি মেনে নেওয়া না হলে তারা আলোচনা করে নতুন কর্মসূচীর বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
এ বিষয়ে জানতে উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ে উন্নয়নের স্বার্থে গাছ কেটে হল নির্মাণ শুরু করা হয়েছে। কারও ব্যক্তিস্বার্থে নয়। তাই আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের অবরোধ তুলে নিতে আহ্বান জানান তিনি।
জাবি উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টপ নিউজ ড. ফারজানা ইসলাম প্রশাসনিক ভবন