ক্যালিফোর্নিয়াতে নৌকায় আগুন, উদ্ধার অভিযান চলছে
২ সেপ্টেম্বর ২০১৯ ২১:০৭ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০১৯ ০০:৫৭
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান্তা ক্রুজ দ্বীপে সোমবার (২ সেপ্টেম্বর) একটি নৌকায় আগুন লাগার পর, নৌকায় থাকা যাত্রীদের নিরাপদে উদ্ধারের জন্য অভিযান চলছে। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নৌকায় প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। যদিও হতাহতের সংখ্যা সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
তথ্যানুসারে এটি একটি ডাইভিং বোট ছিল এবং কিছু যাত্রী ঐ নৌকার পাটাতনের ভেতরে আটকা থাকতে পারেন বলে জানানো হয়েছে।