Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঠাওচালক মিলন খুন: আদালতে সুমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি


২ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২০ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৫৩

ঢাকা: রাজধানীর মালিবাগ ফ্লাইওভারে পাঠাও চালক মিলন মিয়াকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় গ্রেফতার মো. সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ নুরুল ইসলাম আসামি সুমনকে আদালতে হাজির করেন। এরপর আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন এ মামলার তদন্ত কর্মকর্তা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

পাঠাও চালক মিলন হত্যার একমাত্র আসামি নুরুদ্দিন সুমন ওরফে নুরুজ্জামান অপুকে (৩০) রাজধানীর শাহজাহানপুর গুলবাগ থেকে রোববার রাত ১২টার দিকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট ছুরিকাঘাতের শিকার হন পাঠাও চালাও মিলন মিয়া। ছিনতাইকারী মোটর সাইকেল নিয়ে পালিয়ে গেলে জীবন বাঁচাতে জখম গলা চেপে ধরে ফ্লাইওভারের শান্তিনগর অংশে নেমে আসেন মিলন। এরপর পুলিশের সহায়তায় মিলনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেলে অস্ত্রোপচার শেষে মিলনকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। পরে সেখানে মিলনের মৃত্যু হয়।

ও ঘটনায় নিহত মিলনের স্ত্রী শিল্পি বেগম গত ২৬ আগস্ট শাহজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন

পাঠাওচালক মিলন খুন: ৫০ টাকায় মোটরসাইকেল ভাড়া করে ‘খুনি’ সুমন
পাঠাওচালক হত্যাকারী নজরদারিতে, যে কোনো সময় গ্রেফতার
পাঠাওচালককে হত্যা; সিসিটিভি ফুটেজ নিয়ে মাঠে গোয়েন্দারা
মিলনের দুই চোখে সেদিন ছিল বাঁচার আকুতি
মালিবাগ ফ্লাইওভারে ‘পাঠাও’ চালককে গলাকেটে হত্যা

বিজ্ঞাপন

জবানবন্দি পাঠাওচালক মিলন খুন সুমন গ্রেফতার