ঢামেক হাসপাতালে ডেঙ্গু জ্বরে নিরাপত্তা কর্মীর মৃত্যু
২ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০৮ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০১৯ ১৫:১১
ঢাকা: ডেঙ্গু জ্বরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসান ফকির (৪৫) নামে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় ৬০২ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান।
মৃতের ছোট ভাই হুমায়ুন ফকির জানান, তাদের বাড়ি বাগেরহাট চিতলমারি উপজেলায়। বাবুবাজার এলাকায় থাকতো তার বড় ভাই হাসান। সে মদিনা গ্রুপে নিরাপত্তাকর্মীর কাজ করতো।
হুমায়ুন আরও জানান, জ্বর নিয়ে গত ৩০ আগস্ট হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো তাকে। পরে সোমবার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল রোববার থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ৮২ জন রোগী ভর্তি হয়। এ সময়ে ১০৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৪১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন।