Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্মসমর্পণ করে জামিন পেলেন বিএনপির ৮ নেতা


২ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫৮ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০২

ঢাকা: পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৮ নেতা আদালতে আত্মমসমর্পণ করে জামিন পেয়েছেন। রোববার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারীর আদালতে আত্মমসমর্পণ করে জামিন পান তারা।

জামিন পাওয়া অপর আসামিরা হলেন- ব্যারিস্টার মওদুদ আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, রুহুল কুদ্দুস তালুকদার (দুলু) ও নজরুল ইসলাম খান।

বিজ্ঞাপন

এদিন আসামি পক্ষের আইনজীবী জয়নুল আবেদীন, মাহবুবউদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদারসহ অন্যদের মাধ্যমে এই ৮ নেতা আদালতে আত্মমসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ হাজার টাকা বন্ডে আসামিদের জামিন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ সারাবাংলাকে জানান, বিএনপির এই ৮ নেতাকে ৫ হাজার টাকায় মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জামায়াত ও ছাত্রশিবিরের শীর্ষ পর্যায়ের নেতাদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান,আমির খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মওদুদ আহমদ, আমান উল্লাহ আমান, রুহুল কুদ্দুস তালুকদার, রুহুল কবীর রিজভী, ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়াসহ কর্মসূচি ঘোষণা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে সমাবেশ থেকে ফেরার পথে হাতিরঝিল থানাধীন মগবাজার রেলগেইটে ৭০/৮০ জন রাষ্ট্রীয় নাশকতা ও ষড়যন্ত্রমূলক কার্যক্রম করার লক্ষ্যে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তার পুলিশকে হত্যার উদ্দেশ্যে ইট, পাটকেল নিক্ষেপ করে।

বিজ্ঞাপন

ওই ঘটনায় হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ৫৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল এই মামলায় আপিল বিভাগের রায় প্রকাশের পর বিচারিক আদালতে পৌঁছানোর দুই সপ্তাহের মধ্যে ১৬ নেতাকে আত্নসমর্পণ করতে বলা হয়। সেই ধারাবাহিকতায় তারা বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিন চেয়ে আবেদন জানান।

জামিন টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর