ঘুষের টাকাসহ নৌ পরিবহন অধিদফতরের সার্ভেয়ার আটক
২ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৪৪ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৪১
ঢাকা: নৌ-পরিবহন অধিদফতরের ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানকে ঘুষের দুই লাখ টাকাসহ হাতে নাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তার নিজ কার্যালয় থেকে দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদের নেতৃত্বে একটি টিম তাকে হাতে-নাতে আটক করেছে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য।
তিনি জানান, তার বিরুদ্ধে ঘুষের অভিযোগে ঢাকা সমন্বিত কার্যালয় থেকে একটি টিম গঠন করা হয়। এরপর সোমবার মির্জা সাইফুর রহমান এমএস শিপিংয়ের কর্মকর্তার কাছ থেকে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় তাকে হাতে নাতে আটক করে দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদের নেতৃত্বে একটি টিম। তার বিরুদ্ধে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।