লিফটে ২৫ মিনিট আটকে ছিলেন পোপ ফ্রান্সিস
২ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৩৬ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৩১
ক্যাথলিকদের মধ্যে একটি প্রবাদ খুব প্রচলিত, আর তা হচ্ছে ‘ঈশ্বরের ইচ্ছা বোঝা বড় দায়’। গত রোববার (১ সেপ্টেম্বর) ঠিক এরকম একটি ঘটনার পর কথাটি আরও আলোচনায় এসেছে।
বিশ্বর সবচেয়ে ক্ষমতাধর যাজক ভ্যাটিকানের লিফটে আটকে পড়েন। টানা ২৫ মিনিট পর সেখান থেকে বের হতে সক্ষম হন।
৮২ বছর বয়সী পোপ ফ্রান্সিস ব্যক্তিগত লিফটে করে নামার সময় আটকে যায় লিফটি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে সেখান থেকে মুক্ত করেন। এ ঘটনার পর ১০ মিনিট দেরিতে রোববারে প্রার্থনা সভায় অংশ নেন তিনি।
সভায় অংশ নিয়ে পোপ হাসিমুখে বলেন, ‘দেরি হওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করছি। একটা দুর্ঘটনায় পড়ে আসতে দেরি হয়েছে গেছে।’ তিনি আরও বলেন, ‘আমি প্রায় ২৫ মিনিট ধরে লিফটের ভেতরে আটকে পড়েছিলাম।’
‘ঈশ্বরকে ধন্যবাদ যে ফায়ারফাইটার্সরা এসে পৌঁছেছিল। আমি তাদেরও ধন্যবাদ জানাই।’—বলেন পোপ ফ্রান্সিস।