Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে অস্ত্রসহ অপহরণ চক্রের ৬ সদস্য আটক


২ সেপ্টেম্বর ২০১৯ ১২:৪৯

গাজীপুর: গাজীপুরের সালনা থেকে শ্যুটারগানসহ অপহরণ চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১। এসময় চক্রটির হাতে অপহরণের শিকার একজনকেও উদ্ধার করা হয়।

রোববার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এদের আটক করা হয় বলে জানান র‌্যাব-১ এর লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।

আটক ছয়জন হলেন, আশিকুর রহমান, সোলাইমান, ইমরান হোসেন, রুবেল মিয়া, শামিম আহমেদ ও মিজানুর রহমান।

আব্দুল্লাহ আল মামুন জানান, গাজীপুরের এই চক্রটি দীর্ঘদিন ধরেই ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব করে ডেকে এনে অপহরণ করতো। তারপর অস্ত্রের ভয় দেখিয়ে আত্মীয়-স্বজনদের কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে মুক্তিপণ হিসেবে মোটা অংকের টাকা আত্মসাৎ করতো। দীর্ঘদিন ধরেই তাদের ধরতে র‌্যাব কাজ করছিল।

এই কর্মকর্তা জানান, আটকের পাশাপাশি তাদের কাজে ব্যবহৃত একটি ওয়ান শ্যুটারগান, তিনটি দেশি অস্ত্র, সাতটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

অপহরণ চক্র আটক র‌্যাব-১

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর