Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উদ্ধারকারী রেকারকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩


২ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪১ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৭

কুমিল্লা: কমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ তিনজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত দুইজন।

সোমবার (২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের বাবুচিবাজার এলাকার সৈয়দপুরে এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের মিয়াবাজার ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ভোর ৫টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান সৈয়দপুর এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ভ্যানটি সড়কের উপর উল্টে যায়। কাভার্ডভ্যানটিকে উদ্ধার করতে হাইওয়ে পুলিশের একটি রেকার ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

এসময় চট্টগ্রামমুখী আরেকটি কাভার্ডভ্যান উদ্ধারকাজে ব্যস্ত রেকারটিকে ধাক্কা দেয়। এতে রেকারটিও রাস্তার পাশে থাকা হাইওয়ে পুলিশের পিকআপভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানের পাশে দাঁড়িয়ে থাকা কর্তব্যরত এএসআই আক্তার হোসেন গুরুতর আহত হন। তাকে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসময় উল্টে যাওয়া কাভার্ডভ্যানের চালক ও হেলপারেরও মৃত্যু হয়। দুর্ঘটনায় রেকারের চালক ও হেলপার আহত হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা টপ নিউজ তিনজনের মৃত্যু

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর