Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযানে ধাওয়া-পাল্টাধাওয়া


১ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪১

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে পার্কের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখানে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী, কাউন্সিলর ও পুলিশের সহযোগিতায় স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

রোববার (১ সেপ্টেম্বর) মোহাম্মদপুরের তাজমহল রোডে এ ঘটনা ঘটে। এসময় প্রায় ঘণ্টাখানেক পরিস্থিতি উত্তপ্ত থাকে।

বিজ্ঞাপন

জানা গেছে, মোহাম্মদপুরের তাজমহল এলাকার সি ব্লকের একটি পার্কের একাংশ দখল করে টিনশেড ঘর তুলে রান্নার কাজ করত জামি’আ বাইতুল আমান মিনার মসজিদ ও ইসলামী কেন্দ্র নামে মাদ্রাসাটি। ডিএনসিসি উচ্ছেদ অভিযানে গেলে ওই মাদ্রাসার শিক্ষার্থীরাই ভ্রাম্যমাণ আদালত ও পুলিশকে লক্ষ্য করে মরিচের গুড়া, গরম পানি ও ইটপাটকেল মারে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার বলেন, ‘ডিএনসিসির আওতাধীন পার্কটিরও সৌন্দর্যবর্ধন ও সংস্কার কাজ প্রায় শেষের দিকে। কিন্তু জায়গাটি বেদখল হওয়ায় কাজটি শেষ করা যাচ্ছিল না। আমরা গত ৫/৬ মাস ধরেই মাদরাসা ও মসজিদ কর্তৃপক্ষকে বলে আসছি জায়গাটি ছাড়ার জন্য। কিন্তু তারা বিষয়টি আমলে নিচ্ছিল না। তাই আজ বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়েছে। ’

জামি’আ বায়তুল আমান মিনার মসজিদ ও মাদরাসার সভাপতি সাবেক সাংসদ মকবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘জায়গাটি সিটি করপোরেশনের না। এটা গণপূর্ত অধিদপ্তরের। গণপূর্তের জায়গা অন্য কেউ ব্যবহার করলে সিটি করপোরেশনের সমস্যা কি? আবার এটা তো পার্কের জায়গা না। এটা ঈদগাহ মাঠ। তাহলে এখানে মাদ্রাসা ব্যবহার করলে তাদের সমস্যা কি? স্থানীয় কারো সমস্যা হয় না। তাদের সমস্যা হয় কেন? এই যে মাদরাসার রান্না ঘরটা ভেঙে দিল, এটা কি তারা অন্যায় করেনি? মেয়র আতিকুল সাহেবকে আমি যখন এই জায়গায় রান্নাঘরের কথা বলেছিলাম তখন তিনি বলেছিলেন- এটা ভাঙা হবে না। তারপরও ভাঙল।’

বিজ্ঞাপন

এ বিষয়ে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘সিটি করপোরেশনরর জায়গা ব্যক্তিগতভাবে ব্যবহারের কোনো সুযোগ নেই। সে যেই হউক।’

উচ্ছেদ অভিযান টপ নিউজ ডিএনসিসি ধাওয়া-পাল্টাধাওয়া মেয়র মোহাম্মদপুর

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর