Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দালালদের আইনি কাঠামোতে আনার প্রক্রিয়া চলছে’


১ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪৭

ঢাকা: বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে মধ্যসত্ত্বভোগী ও দালালদের আইনি কাঠামোতে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। মন্ত্রণালয় এ প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বলেও জানান তিনি।

রোববার (১ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘আপলিফটিং দ্যা কমপিটেটিভনেস অব বাংলাদেশ থ্রো ইথিক্যাল লেভার প্রেকটিসেস ইন সাপ্লাই চেইন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি এ কথা জানান। জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম ও ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ (আইবিএফবি) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

বিজ্ঞাপন

মুনিরুছ সালেহীন বলেন, ‘বিদেশী কর্মী পাঠানোর ক্ষেত্রে নীতি নৈতিকতার বিষয়টি চর্চা করতে হবে। কর্মী পাঠানোর ক্ষেত্রে মধ্যসত্ত্বভোগী জবাবদিহিতার আওয়াতায় আনা হবে ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি স্টেয়ারিং কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এ বিষয়ে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন।’

অভিবাসন খাতে মধ্যস্বত্বভোগীদের একটি দৌরাত্ম আছে, যাদের আমরা দালাল বলি উল্লেখ করে অতিরিক্ত সচিব বলেন, ‘বেশিরভাগ অনৈতিকতার সঙ্গে এই দালালরাই জড়িত থাকে। কারণ আমাদের অভিবাসন ব্যবস্থায় দালালরা অদৃশ্য থাকে। অভিবাসন ব্যবস্থার প্রতিটি ধাপে দালালরা সক্রিয় থাকলেও আইনি কাঠামোতে তারা অদৃশ্য। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন ২০১৩ তে মধ্যস্বত্বভোগীদের বিষয়ে কিছু বলা নেই।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিবাসন খাতে দালালদের আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসার বিষয়ে গুরুত্বারোপ করেছেন। দালাদের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে বলেছেন তিনি। কিন্তু এই কাজটি সরকারের একার পক্ষে করা সম্ভব না। কারণ এই খাতে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার রিক্রুটিং এজেন্ট। দালালদের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার জন্য রিক্রুটিং এজেন্টদের সরকারকে সহায়তা করতে হবে।’

বিজ্ঞাপন

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইওএম’র মানব উন্নয়ন বিভাগের প্রধান মেরিনা ম্যাংকে, আইবিএফবি’র সভাপতি হুমায়ূন রশিদ। এতে আরও বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম উইংয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ রেজাউল হক, আইওএম’র সিনিয়র শ্রম অভিবাসন বিশেষজ্ঞ লারা হোয়াইট, বিজিএমইএ’র পরিচালক আসিফ ইব্রাহিম, চামড়াজাত পণ্য প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠন এলএফএমইএবি’র নির্বাহী পরিচালক কাজী রওশন আরা, আইবিএফবি’র ভাইস প্রেসিডেন্ট এম এস সিদ্দিকী, এমফরির বাংলাদেশ প্রতিনিধি সাইফুল মিল্লাতসহ অন্যরা।

প্রবাসী কল্যাণ বিদেশে কর্মী

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর