Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে আইএস’র অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী


১ সেপ্টেম্বর ২০১৯ ১৬:২২ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৩১

ঢাকা: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে আইএস’র অস্তিত্ব নেই। এছাড়া সন্ত্রাসী হামলার পর আইএস’র দাবি স্বীকার কোথা থেকে কীভাবে করা হয় তা আমার জানা নেই।

রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে পুলিশের ওপর সন্ত্রাসী হামলায় আইএস-এর দায় স্বীকার করা প্রসঙ্গে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘অবৈধভাবে ক্ষমতা দখল করে বিএনপির জন্ম। অন্য দলের কিছু উচ্ছিষ্ট নেতা নিয়ে গঠিত দলটি সব সময় পরনির্ভরশীল। ৪১ বছরের ইতিহাসে বিএনপি কয়েকবার ক্ষমতায় গেলেও দেশের মানুষকে কিছু দিতে পারেনি। তারা দুর্নীতিতে বার বার চ্যাম্পিয়ন বানিয়েছে। গেল পাঁচ বছর বিএনপি জঙ্গিদের ভরসা করে রাজনীতি করেছে। ’

তিনি আরও বলেন, ‘আগস্ট মাস এলেই জঙ্গিরা সক্রিয় হয়। ’বাংলাদেশে বিএনপিসহ যারা জঙ্গিদের আশ্রয় দেয় তাদেরকে ওই সঙ্গ ছেড়ে আসার আহবান জানান তথ্যমন্ত্রী।

আইএস টপ নিউজ তথ্যমন্ত্রী দায় স্বীকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর