Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তি বিএনপির বড় চ্যালেঞ্জ’


১ সেপ্টেম্বর ২০১৯ ১৩:২২ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০১৯ ১৬:২৪

ঢাকা: নির্বাসিত গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তি এখন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১ সেপ্টেম্বর) সকালে চন্দ্রিমা উদ্যানে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিএনপির জনমত একটি ঐতিহাসিক ঘটনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক কাঠামো দেওয়ার জন্য তিনি কাজ শুরু করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় যে, আওয়ামী শক্তি গণতন্ত্রকে হরণ করেছিলো, হত্যা করেছিলো, একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল তারাই আজকে অবৈধভাবে ক্ষমতায় এসে বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিশ্চিহ্ন করার চক্রান্ত শুরু করেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্রকে যিনি আবার উদ্ধার করেছিলেন সেই খালেদা জিয়াকে ১৮ মাস অবৈধভাবে কারাগারে আটকে রেখে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে। এখানে গণতন্ত্র নেই গণতন্ত্র নির্বাসিত জয়েছে। ২৬ লাখ মানুষকে আসামি করা হয়েছে। এক লাখ মামলা দেওয়া হয়েছে। এ জন্য আগামীতে বিএনপিকে আরও বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সকলকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকে উদ্ধার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘তাই গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তি বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা প্রতিকূল অবস্থার মধ্যদিয়ে রাজনীতি করছি। সারাদেশে আজকের অনুষ্ঠানে বাধা দেওয়া হয়েছে। অর্থাৎ এই সরকার গণতন্ত্রের ন্যূনতম স্পেসও দিচ্ছে না। তারা গণতন্ত্র বিশ্বাস করে না। এ জন্য তারা ছলেবলে কৌশলে নির্যাতন করে ক্ষমতায় টিকে আছে।’

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ড এ জেড এম জাহিদ, আহমেদ আজম খান, মীর নাসির, আলতাফ হোসেন চৌধুরীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আজ ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবাষির্কী। ১৯৭৮ সালের এ দিনে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।

বিএনপি মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর