Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোমা হামলার ঘটনা পরীক্ষামূলক, বড় ঘটনার আভাস: কাদের


১ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৭ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২২

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে বোমা হামলার ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই হামলা পরীক্ষামূলক। এমন ছোট ছোট ঘটনা দিয়ে বড় ঘটনার আলামতের আভাস দিতে পারে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক বলে উল্লেখ করেন তিনি।

রোববার ( ১ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

দেশ থেকে এখনও জঙ্গি নির্মূল হয়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘জঙ্গি দমনে গোয়েন্দাদের রেকর্ড ভালো। তবে উন্নত প্রযুক্তি অর্থাৎ রিমোট কন্ট্রোলারের মাধ্যমে যদি হামলা করে থাকে সে বিষয়ে গোয়েন্দারা এখনও অভিজ্ঞ হতে পারেনি।’

সায়েন্স ল্যাবরেটরিতে বোমা হামলার ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘ওই হামলার লক্ষ্য স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন না। তবে ভবিষ্যতে রাজনীতিকদের ওপরে যে হামলা ঘটানো হবে তারও নিশ্চয়তা নেই।

ওবায়দুল কাদের বলেন, ‘হামলাকারী চক্রটি আইএসএর নাম ব্যবহার করছে কি না গোয়েন্দা সদস্যরা সে বিষয় খতিয়ে দেখছেন।’

শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে বোমা হামলা চালানো হয়। এতে পুলিশের দুই সদস্য আহত হন। আহত একজন পুলিশ সদস্য স্থানীয় সরকারমন্ত্রী তাজুল আহমেদের গাড়িবহরে ছিলেন।

আওয়ামী লীগ ওবায়দুল কাদের পুলিশ টার্গেট বোমা বিস্ফোরণ বোমা হামলা সায়েন্সল্যাব

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর