Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় মামলা


১ সেপ্টেম্বর ২০১৯ ১১:২৭ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০১৯ ১১:৩৫

ঢাকা: রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিউমার্কেট থানায় মামলাটি করেন সায়েন্সল্যাব পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম। মামলা নম্বর ১৩।

নিউ মার্কেট থানার দায়িত্বরত পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান সারাবাংলাকে বলেন, ‘বোমা হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এমন অভিযোগ এনে অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা করা হয়েছে।’

এদিকে, আহত দুই পুলিশ সদস্যের মধ্যে কনস্টেবল আমিনুল ইসলাম রাতেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তিনি ডান হাতের আঙ্গুলে সামান্য আঘাত পেয়েছিলেন। অপরজন এএসআই সাহাবুদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর বেডে তার জিকি নাম্বার বেডে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন পুলিশ হেড কোয়ার্টারের ডিআইজি (কল্যাণ শাখা) বশির আহমেদ।

তিনি সারাবাংলাকে বলেন, ‘আহত সাহাবুদ্দিনকে দেখতে এসেছি। তার দুই পা বেশ জখম হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।’

আরও পড়ুন : সায়েন্সল্যাবে হাতবোমা বিস্ফোরণ, দুই পুলিশ সদস্য আহত

টপ নিউজ পুলিশ বোমা হামলা সায়েন্স ল্যাবরেটরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর