যুবলীগ নেতা হত্যা: রোহিঙ্গা আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
১ সেপ্টেম্বর ২০১৯ ১১:৩১ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২২
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি রোহিঙ্গা নুর মোহাম্মদ পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছেন।
রোববার (১ সেপ্টেম্বর) ভোররাতে টেকনাফের জাদিমোরা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চারটি এলজি ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
নিহত নুর মোহাম্মদ জাদিমোরা ২৭ নম্বর রোহিঙ্গা শিবিরের মৃত কালা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। সম্প্রতি যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামিও তিনি।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, নুর মোহাম্মদকে আটকের পর তাকে নিয়ে অভিযানে যায় পুলিশ। এসময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে নুর মোহাম্মদের মৃতদেহ ও বেশকিছু অস্ত্র পাওয়া যায়।
ওসি বলেন, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, গুমসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।