Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেলের ড্রাম ভর্তি ফেনসিডিল আনা হচ্ছিল ঢাকায়, আটক ৩


১ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪৭

চুয়াডাঙ্গা থেকে অভিনব কৌশলে তেলের ড্রাম ভর্তি ফেনসিডিল রাজধানীতে পাচারকালে র‌্যাবের হাতে ধরা পড়েছে চক্রটি। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। আজ (৩১ আগস্ট) দুপুরে মোহাম্মদপুরের বসিলা ব্রিজ এর উপরে র‌্যাবের অভিযানে ধরা পড়ে চক্রটি।

তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেন র‌্যাব ২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী। অভিযানে নেতৃত্ব দেন তিনি।

তিনি বলেন, চুয়াডাঙ্গা থেকে অভিনব কৌশলে একটি নসিমনে তেলের ড্রামে ভরে ফেনসিডিল ঢাকায় পাচার করা হচ্ছে এমন একটি গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ১ হাজার ৩৬৫ পিস ফেনসিডিল জব্দ করা হয়েছে। তাদের কৌশল দেখলে মনে হবে তেলের ড্রাম। কিন্তু এভাবেই অভিনব কৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক পাচার করে তারা।

তিনি আরও বলেন, আটককৃত আশরাফুল (২৫), লতিফ (২৮) ও শহিদুল (৩২) চুয়াডাঙ্গার দর্শনা এলাকার বাসিন্দা। তাদের মধ্যে লতিফ নসিমন চালক এবং অপর দুইজন ফেনসিডিলের সরবরাহকারী। তারা ফেনসিডিলগুলো মোহাম্মদপুরের নজরুলের কাছে সরবরাহ করার কথা ছিল।

গতকাল শুক্রবার ভোরে তারা এই ফেনসিডিলগুলো নিয়ে চুয়াডাঙ্গা থেকে রওনা দিয়েছেন বলে জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায় বলে জানান তিনি।

সারাবাংলা/এসইচ/টিএস

আটক র‍্যাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর