Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগস্টের শেষদিনে হাজারের নিচে নামলো ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা


৩১ আগস্ট ২০১৯ ২১:২৭

ঢাকা: শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার (৩১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে ৭৬০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগস্ট মাসে দৈনিক হিসেবে এই প্রথম ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজারের নিচে নামলো।

এই ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ৩৪৯ জন এবং ঢাকার বাইরে ৪১১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৬৯৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২ হাজার ১৬৪ জন রোগী।

বিজ্ঞাপন

শনিবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এসব তথ্য জানান।

তিনি জানান, চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৭০ হাজার ১৯৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৬৫ হাজার ১৫০ জন। অর্থাৎ ৯৩ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এখন পর্যন্ত।

এছাড়া বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪ হাজার ৮৬০ জন রোগী। বাকি ১৮৫ জনের মৃত্যু হলেও এদের মধ্যে ৫৭ জন ডেঙ্গুতেই মারা গেছেন বলে নিশ্চিত হয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা জানান, ২০১৯ সালে এখন পর্যন্ত আমাদের কাছে সম্ভাব্য ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৮৫ টি মৃত্যুর ঘটনা এসেছে। এর মধ্যে ডেঙ্গুতে মৃত্যু পর্যালোচনা কমিটি ৯৬ টি মৃত্যু পর্যালোচনা করেছে। তার মধ্যে ৫৭ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ৫৬ জন, এসএমসি ও মিটফোর্ড হাসপাতালে ২৯ জন, ঢাকা শিশু হাসপাতালে ৮ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন ভর্তি হয়েছেন।

এছাড়াও বিএসএমএমইউতে ২০ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ৪ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৪ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৭ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২২ জন রোগী, নিটোরে ২ জন রোগী ভর্তি হয়েছেন।

অন্যদিকে, ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১২৮ জন রোগী।

পাশাপাশি ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন ও খুলনা বিভাগে ১২১ জন, রংপুর বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, বরিশাল বিভাগে ৬৩ জন, সিলেট বিভাগে ৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

কমছে ডেঙ্গু ডেঙ্গু আক্রান্ত

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর