Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু


৩১ আগস্ট ২০১৯ ২০:৩৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙার কারখানায় দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আরও কমপক্ষে ১৫ জন শ্রমিক আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। শনিবার (৩১ আগস্ট) বিকেলে সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়ায় জিরি ‍সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. শামীম শেখ সারাবাংলাকে বলেন, ‘জাহাজে কাজ করার সময় রশি ছিঁড়ে পড়ে গিয়ে কমপক্ষে ১৫ জন শ্রমিক আহত হয়েছিল। আহতদের মধ্যে ২ জন মারা গেছেন। ৩ জন শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বেসরকারি আল আমিন হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

মৃত শ্রমিকেরা হলেন- তুষার চাকমা (২৭) ও আমিনুল আসলাম (৫৬)।

আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন, মো. ফারুক (৩২), আলমগীর হোসেন (৩৫) ও যতি চাকমা (৪৭)।

হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে বলেন, ‘বিকেল ৫টার দিকে আহত অবস্থায় কয়েকজন শ্রমিককে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুই জনকে ডাক্তার মৃত ঘোষণা করেছে। তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের পরিদর্শক পলাশ কুমার দাশ সারাবাংলাকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি- রশি বেঁধে লোহার পাত টানার সময় সেটি ছিঁড়ে যায়। এসময় পড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হন। পরে দুই জন মারা গেছেন। আমরা আগামীকাল (রোববার) কারখানা পরিদর্শন করব।’

জাহাজ ভাঙা শিল্প দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর