Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাটাগরি-৪ এ উন্নীত হয়েছে হ্যারিকেন ডোরিয়ান


৩১ আগস্ট ২০১৯ ১৮:৫৩ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৩৫

আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হ্যারিকেন ডোরিয়ান ভয়াবহ আকার ধারণ করে বাহামা দীপপুঞ্জ ও ফ্লোরিডার পূর্ব উপকুলে আঘাত হানতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের দেওয়া তথ্যমতে জানা যায় এই ঝড়টি ক্যাটাগরি-৪ এ উন্নীত হয়েছে।

প্রতি ঘণ্টায় ১৩০ থেকে ১৫৬ মাইল গতির ঝড়কে ক্যাটাগরি ৪ এর অন্তর্ভুক্ত করা হয়। এই ঝড়টি সর্বোচ্চ ক্যাটাগরি ৫ এ উন্নীত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হ্যারিকেন ডোরিয়ানের বিধ্বংসী ক্ষমতা ভয়াবহ বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল হ্যারিকেন সেন্টার।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক টুইটে জানান, ‘এটা একটি মারাত্মক ভয়ংকর ঝড়। আমি সবসময় খুঁজ নিচ্ছি। সবাই প্রস্তুত ও নিরাপদ থাকুন।’

ঘূর্ণিঝড়ের আঘাতের পর সম্ভাব্য বন্যা ও ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে ফ্লোরিডা ও বাহামার স্থানীয় প্রশাসন। বাহামা ও যুক্তরাষ্ট্রের যেসব এলাকায় ডোরিয়ান আঘাত হানতে পারে সেসব এলাকায় প্রায় ২ কোটি মানুষের বসবাস। ফ্লোরিডায় জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে।

ফ্লোরিডার গভর্ণর রন ডি সান্টিস সিএনএন’কে বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় জরুরী অবস্থা ঘোষণা করেছেন।  ফ্লোরিডার জনগণ ও সরকার হ্যারিকেন ডোরিয়ানকে মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়েছে।’

ফ্লোরিডা হ্যারিকেন হ্যারিকেন ডোরিয়ান

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর