Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন


৩১ আগস্ট ২০১৯ ১৭:৫৩

বান্দরবান: জেলা সদরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরের স্থাপন করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) সকালে জেলা সদরের সুয়ালক ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এই ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে ১০০ একর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভূমির উপর ৫ কোটি টাকা ব্যয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ করা হবে।

বিজ্ঞাপন

এসময় পার্বত্য মন্ত্রী বলেন, ‘সবার সহযোগিতায় এবং প্রধানমন্ত্রীর আন্তরিকতায় ১০০ একর নিজস্ব ভূমির ওপর বান্দরবান বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা শুরু হলো। বর্তমান সরকারের আন্তরিকতায় পার্বত্য এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন সেক্টরে উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং শিক্ষারমান ও অগ্রগতির জন্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।’

এসময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরেই ৭ ফেব্রুয়ারি বান্দরবান বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল।

একাডেমিক ভবন বান্দরবান বিশ্ববিদ্যালয়