Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার তালিকাভুক্ত সন্ত্রাসী


৩১ আগস্ট ২০১৯ ১৭:৪০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একটি পাহাড়ে দু’দল বন্দুকধারীর মধ্যে গোলাগুলিতে মো. ওসমান নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ জানিয়েছে, ওসমান ডাকাতি-অস্ত্রসহ কমপক্ষে ১০টি মামলার পলাতক আসামি। গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করেছে।

শনিবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে ওসমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মো. ওসমান (৩০) রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মো. আবুল কালামের ছেলে।

বিজ্ঞাপন

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঁইয়া সারাবাংলাকে জানান, শনিবার ভোরে সরফাভাটা এলাকায় বন বিভাগের পাহাড়ে দু’দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে গুলিবিদ্ধ অবস্থায় ওসমানকে তার সহযোগীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ খবর পাওয়ার পর হাসপাতাল ফাঁড়ির পুলিশের সহযোগিতায় তাকে হেফাজতে নেওয়া হয়। পরে তাকে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে বলেন, ‘ওসমানের কোমরে গুলি লেগেছে। সে হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন আছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।’

ওসি ইমতিয়াজ ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘ওসমান পুলিশের তালিকাভুক্ত একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তার নিজের নামে একটি বাহিনী আছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, তার বাহিনীর সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বে গোলাগুলি হয়েছে। এতে সে গুলিবিদ্ধ হয়েছে। তার বিরুদ্ধে ১০টি মামলা পেয়েছি। আরও মামলা থাকতে পারে।’

বিজ্ঞাপন

গুলিবিদ্ধ ডাকাত

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর