মালিবাগে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
৩১ আগস্ট ২০১৯ ১৭:৩০
ঢাকা: রাজধানীর মালিবাগে বাসচাপায় হেমায়েত হোসেন ব্যাপারী (২৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৩১আগস্ট) বেলা আড়াইটার দিকে মালিবাগ কাচাবাজার সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। মৃত হেমায়েত বরিশালের কাজিরহাট উপজেলার রাওগা গ্রামের ফিরোজ ব্যাপারীর ছেলে। সে পরিবার নিয়ে পশ্চিম রামপুরা ওয়াবদা রোডে থাকত।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী জানান, মালিবাগ কাচাবাজার সংলগ্ন রাস্তায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সিএনজিচালিত একটি অটোরিকশার ধাক্কায় হেমায়েত ছিটকে পড়ে গেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি স্টাফ বাস তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মো. ইয়াকুব আলী ব্যাপারী বলেন, ‘রামপুরায় ফার্নিচারের ব্যবসা আছে হেমায়েতের। আজ হঠাৎ করেই জানতে পারি সে বাসচাপায় আহত হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় দেখতে পাই। এরপর পুলিশের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ’
দুর্ঘটনার পর বুয়েটের স্টাফ বাসটি জব্দ করা হয়েছে এবং চালককেও আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই ইয়াকুব আলী।