Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের পরদিন মিলল দোকানির গলায় রশিবাঁধা মৃতদেহ


৩১ আগস্ট ২০১৯ ১৭:১১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় নিখোঁজের একদিন পর এক দোকানির গলায় রশিবাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই দোকানি আত্মহত্যা করেছেন নাকি তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে সে ব্যাপারে এখনও কিছু বলতে পারেনি পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সদরঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

মৃত ওহিদুল ইসলাম বাবুলের (৪৫) নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকার মালুম মসজিদের পাশে দোতলা একটি ভবনের নিচতলায় একটি কুলিং কর্ণার আছে। তার বাসাও একই এলাকায় বলে জানা গেছে।

নগর পুলিশের সহকারী কমিশনার (এসি- কোতোয়ালী জোন) নোবেল চাকমা সারাবাংলাকে জানান, যে ভবনের নিচতলায় বাবুলের কুলিং কর্ণার আছে, সেই ভবনের দোতলার একটি কক্ষকে তিনি স্টোর রুম হিসেবে ব্যবহার করতেন। দোতলা থেকে ছাদে যাবার সিঁড়িতে তার মৃতদেহ পাওয়া যায়। তার গলায় রশি বাঁধা আছে এবং বাম হাতে জখমের চিহ্ন পাওয়া গেছে।

এসি নোবেল চাকমা সারাবাংলাকে বলেন, ‘শুক্রবার সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ (শনিবার) দুপুরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের ভাগ্নে থানায় ফোন করে একটি মৃতদেহ পাওয়ার কথা জানান। এরপর আমরা ঘটনাস্থলে গিয়ে বাবুলের মৃতদেহ উদ্ধার করি। পরে বাবুলের পরিবারের সদস্যরা এসে মৃতদেহটি শনাক্ত করে।’

‘মৃতদেহটি দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু সেটি ঝুলন্ত অবস্থায় পাইনি। তাহলে মৃতদেহটি কারা নামাল- সেটি একটি প্রশ্ন। আবার কেউ গলায় রশি পেঁচিয়ে খুন করে মৃতদেহ ফেলেও যেতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর বিষয়টি পরিষ্কার হবে। আমরাও তদন্ত শুরু করেছি।’- বলেন এসি নোবেল চাকমা।

বিজ্ঞাপন

চট্টগ্রাম দোকানি নিখোঁজ মৃতদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর