Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯/১১-র হামলার অন্যতম ‘মূল হোতা’র বিচার শুরু ২০২১ সালে


৩১ আগস্ট ২০১৯ ১৫:৪৫

২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলার ঘটনায় অভিযুক্ত মূল হোতা খালিদ শেখ মোহাম্মদের বিচারকাজ শুরু হবে ২০২১ সালের জানুয়ারি মাসে, সামরিক আদালতে। তার সঙ্গে আরও বিচার হবে ওয়ালিদ বিন আতাশ, রামজি বিন আল-সিবা, আমার আল-বেলুচি এবং মুস্তাফা আল-হাওসওয়ি নামে চার জনের।

শনিবার (৩১ আগস্ট) সংবাদমাধ্যম বিবিসির খবরে একথা জানানো হয়। খালিদসহ ৫ জনের বিচারকাজে থাকবে সন্ত্রাসবাদ ও ৩ হাজার মানুষকে হত্যার অভিযোগ। দোষী প্রমাণিত হলে তাদের মৃত্যুদণ্ড হতে পারে।

বিজ্ঞাপন

অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদ এখন গুয়ানতানামো বে কারাগারে বন্দি আছেন। ২০০৩ সালে পাকিস্তান থেকে খালিদকে আটক করা হয়েছিল। তবে তার ও অন্যান্যদের বিচারপ্রক্রিয়া নানা কারণে বিলম্বিত হয়েছে।

মার্কিন সামরিক দফতর পেন্টাগন জানিয়েছে খালিদ শেখ মোহাম্মদ স্বীকার করেছে ৯/১১-এর ঘটনায় তিনি পুরোপুরি সম্পৃক্ত। এছাড়া আরও কিছু ঘটনা যেমন ইন্দোনেশিয়ার বালির নাইটক্লাবে বোমা হামলা, ১৯৯৩ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বোমা, আমেরিকান সাংবাদিক ডেনিয়েল পার্ল হত্যায় তিনি জড়িত।

৯/১১ হামলার মূল হোতা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর