Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একই দড়িতে ঝুলছিল তরুণ-তরুণীর মরদেহ


৩১ আগস্ট ২০১৯ ১৩:৩৪ | আপডেট: ৩১ আগস্ট ২০১৯ ১৬:৪৯

নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, ওই তরুণ-তরুণী একই দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোপীনগর ঈদগাহ মাঠের পাশ থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

এরা হলেন— গোপীনগর গ্রামের পরেন শিশার মেয়ে কাজলী মর্মূ এবং মহিমাপুর গ্রামের সুধীর হেব্রমের ছেলে জয় হেব্রম।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, সকালে ঈদগাহ মাঠের আম গাছে দু’জনের লাশ ঝুলতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আত্মহত্যার অভিযোগ পত্নীতলা মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর