চট্টগ্রামে ট্রাক-কার্ভাড ভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ২
৩১ আগস্ট ২০১৯ ১২:৫১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড পৌরসভার নুনছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন সারাবাংলাকে জানান, ঢাকা থেকে চট্টগ্রাম শহরমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটি কার্ভাড ভ্যানের সঙ্গে আটকে যায়। খবর পেয়ে রাত ৩টার দিকে ফায়ার সার্ভিসের টিম ট্রাকটি উদ্ধার করে। এ সময় একজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বয়স আনুমানিক ২২ বছর বয়সী যুবকের পরিচয় জানা যায়নি।
আহত দু’জন হলেন— আমানউল্লাহ (২২) ও মো. হৃদয় (১৩)। তাদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জসিম উদ্দিন।