ট্রাম্পের টুইটে ইরানের লঞ্চ প্যাডে বিস্ফোরণের ছবি
৩১ আগস্ট ২০১৯ ১০:২৫ | আপডেট: ৩১ আগস্ট ২০১৯ ১০:২৯
স্যাটেলাইট প্রযুক্তিতে তোলা ইরানের লঞ্চ প্যাডে বিস্ফোরণের ছবি টুইটারে প্রকাশ করে আবারও আলোচনায় এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে সামরিক নজরদারির অংশ হিসেবে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো ওই ছবি তুলেছে। তবে প্রেসিডেন্ট এধরনের অতি গোপনীয় ছবি এভাবে জনসমক্ষে আনতে পারেন কি না তা নিয়ে শুরু হয়েছে তর্ক-বিতর্ক। খবর বিবিসির।
শুক্রবার (৩০ আগস্ট) ওসব ছবি প্রকাশ করেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে ২৯ আগস্ট স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ হলে ইমাম খোমেনি স্পেস সেন্টারে বিস্ফোরণ ঘটে। ইরানের সংবাদমাধ্যমেগুলো বলছে, নাহিদ-১ নামে ছোট একটি টেলিযোগাযোগের স্যাটেলাইট দেশটি উৎক্ষেপণ করতে চেয়েছিল।
শুধু ছবি প্রকাশ নয়। ট্রাম্প টুইটে লেখেন, ইরানের লঞ্চপ্যাডে বিস্ফোরণের সঙ্গে কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত নয়। কি ঘটল ইরান তা চিহ্নিত করতে পারবে বলে আশা করি।
এ বছরের শুরুতে স্যাটেলাইট উৎক্ষেপণের আরও দুটি চেষ্টা ব্যর্থ হয় ইরানের। গত ১১ বছরে শতকরা ৬৭ ভাগ স্যাটেলাইট উৎক্ষেপণ চেষ্টা ভুণ্ডুল হয়েছে দেশটির। তবে এখন আলোচনা হচ্ছে ট্রাম্প ও তার টুইটার পোস্ট নিয়ে।