টুইটার সিইও’র টুইট, অফিসে বোমা!
৩১ আগস্ট ২০১৯ ০৪:৫১ | আপডেট: ৩১ আগস্ট ২০১৯ ১০:৩৬
সবাই যে যার মতো কাজে ব্যস্ত, হঠাৎ টুইটার সিইও’র টুইট, ‘টুইটার সদর দফতরে বোমা’। কী অবস্থা হতে পারে কল্পনা করা কঠিন হবে না। টুইটারে জ্যাক ডরসি’র ফলোয়ার সংখ্যা ৪ মিলিয়ন।
তবে বোমা নিয়ে টুইটের আগে আরেকটি টুইট বোমার মতোই বিস্ফোরণ ঘটায়। তা হলো, ডরসির আইডি হ্যাকড।
যিনি হ্যাক করেছিলেন তিনিই জানান দেন, টুইটার সিইও’র নিয়ন্ত্রণে নেই তার আইডি।
এরপরের টুইটে বলা হয়, নাজি নেতা অ্যাডলফ হিটলার ছিলেন নিষ্পাপ। বর্ণবৈষম্যমূলক টুইটও হয় জ্যাকের আইডি থেকে।
যদিও অ্যাকাউন্ট হাতে পাওয়া মাত্র এসব টুইট-রিটুইট মুছে ফেলা হয়।
টুইটার মুখপাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে বলেন, আমরা এ বিষয়ে সতর্ক রয়েছি। এ ধরনের অপ্রত্যাশিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।