পিকনিকের নামে ইয়াবা পাচার, বাস জব্দ
৩০ আগস্ট ২০১৯ ২১:৩৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে একটি পিকনিকের বাস তল্লাশি করে ইয়াবা উদ্ধারের পর বাসটি জব্দ করেছে র্যাব। এ ঘটনায় ইয়াবা বহনকারী বাসের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় বাসটিতে তল্লাশি করা হয়। আটক দু’জন হলো- চালক রফিক (২৯) ও সহকারী রহিম (২৮)।
র্যাবের চট্টগ্রাম জোনের চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান সারাবাংলাকে জানান, কক্সবাজারের উখিয়া উপজেলপর পশ্চিম হলদিয়া জামবাগান এলাকা থেকে ‘জামবাগান ইসলামিক ও সাংস্কৃতিক যুব ঐক্য পরিষদের’ ব্যানারে একটি পিকনিক বাস যাচ্ছিল রাঙামাটি। কক্সবাজারের স্থানীয় রুটে চলাচলকারী বাসটিতে ৫০-৬০ জন আনন্দ ভ্রমণে অংশগ্রহণকারী যাত্রী ছিলেন।
‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা বাসটিতে তল্লাশি করি। চালক ও সহকারীর হেফাজত থেকে ইয়াবাগুলো উদ্ধার করি। তারা স্বীকার করেছে, আনন্দ ভ্রমণের আড়ালে তারা রাঙামাটিতে ইয়াবাগুলো বিক্রির পরিকল্পনা করেছিল।’ ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাস জব্দের পাশাপাশি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন মেজর মেহেদী হাসান।