মতলবে ইমামের বিশ্রামঘর থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার
৩০ আগস্ট ২০১৯ ১৭:৪৮ | আপডেট: ৩১ আগস্ট ২০১৯ ১৭:১০
চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে পূর্ব কলাদি জামে মসজিদ লাগোয়া ইমামের বিশ্রামঘর থেকে ওই শিশুদের মরদেহ পাওয়া যায়।
এরা হলো— আবদুল্লাহ (৬), রিফাত (১৫) ও ইব্রাহিম (৮)। এর মধ্যে আবদুল্লাহ ওই মসজিদের ইমাম জামাল উদ্দিনের ছেলে। চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জামাল উদ্দিন সারাবাংলাকে বলেন, আমি তিন শিশুকে ঘরে রেখে নামাজে গিয়েছিলাম। ফিরে এসে দেখি তারা অজ্ঞান অবস্থায় পড়ে আছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার আইচ সারাবাংলাকে বলেন, আমরা খবর পেয়ে তিন ছাত্রের মরদেহ উদ্ধার করেছি। আমি এখনো ঘটনাস্থলে রয়েছি। তদন্ত স্বাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
স্থানীয়রা জানান, জামাল উদ্দিন জুমার নামাজের পরে যখন বিশ্রামঘরের সামনে আসেন তখন দরজা ভেতর থেকে বন্ধ ছিল। জানালা দিয়ে দেখা যায়, তিনশিশু বিছানায় শুয়ে আছে। অনেক ডেকেও তাদের সাড়া না পাওয়ায় দরজা ভেঙে তিনজনকে উদ্ধার করা হয়। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরেই একজনের মৃত্যু হয়, কিছুক্ষণ পরে কর্তব্যরত চিকিৎসক বাকিদেরও মৃত ঘোষণা করেন।