যুক্তরাজ্যের পার্লামেন্ট স্থগিত বাতিলের আবেদন আদালতে খারিজ
৩০ আগস্ট ২০১৯ ১৬:০১ | আপডেট: ৩০ আগস্ট ২০১৯ ১৬:০৩
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের পরিকল্পনানুসারে পার্লামেন্ট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত বাতিলের আবেদন শুক্রবার (৩০ আগস্ট) স্কটল্যান্ডের একটি আদালতে খারিজ হয়ে গেছে। খবর বিবিসির।
পার্লামেন্ট স্থগিতের ব্যাপারে সম্পূর্ণ শুনানি শুরু হওয়ার আগে আদালত থেকে অন্তর্বতীকালীন স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছিলেন যুক্তরাজ্য সংসদের ৭৫ জন সদস্য। তাদের মধ্যে স্কটল্যান্ডের ন্যাশনালিস্ট পার্টির সংসদ সদস্য জোয়ানা চেরি, লিবারাল ডেমোক্রেটিক নেতা জো সুইন্সন উল্লেখযোগ্য। তারা দাবি করেছিলেন পার্লামেন্ট স্থগিত রাখা একটি আইন বহির্ভূত এবং অসাংবিধানিক সিদ্ধান্ত।
কিন্তু লর্ড ডোহার্টি সেই আবেদনের প্রেক্ষিতে তিনি ‘কোনো প্রয়োজন দেখছেন না’ মন্তব্য করে আবেদনটি খারিজ করে দিয়েছেন। তবে পার্লামেন্ট স্থগিত করার ব্যাপারে আদালতে সম্পূর্ণ শুনানির তারিখ শুক্রবারের (৩০ আগস্ট) পরিবর্তে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ধার্য করেছেন।
উল্লেখ করা যায় যে, যুক্তরাজ্যের ইউরোপিয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসা ত্বরান্বিত করতে ১৪ অক্টোবর রানির ভাষনের আগ পর্যন্ত ৫ সপ্তাহ পার্লামেন্ট স্থগিত রাখতে চান বরিস জনসন।
আদালত খারিজ টপ নিউজ পার্লামেন্ট বরিস জনসন ব্রেক্সিট যুক্তরাজ্য স্কটল্যান্ড