ব্রিজের নিচে আটকে গেল সিমেন্ট বোঝাই কার্গো
৩০ আগস্ট ২০১৯ ১৫:২০ | আপডেট: ৩০ আগস্ট ২০১৯ ১৫:২৪
বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে ৩ হাজার ব্যাগ সিমেন্টসহ একটি কার্গো জাহাজ ব্রিজের নিচে আটকে গেছে। শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে আব্দুল্লাহ আল রাফি নামের কার্গোটি নিয়ন্ত্রণ হারিয়ে মোরেলগঞ্জ বাজারের ঢালাই ব্রিজের নিচে আটকে যায়।
কার্গোটি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস সদস্য, থানা পুলিশ ও স্থানীয়রা কাজ করছেন। কার্গো আব্দুল্লাহ আল রাফি মোংলা থেকে সিমেন্ট নিয়ে বরিশালে যাচ্ছিল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, কার্গোটি যেন ডুবে না যায় আবার ব্রিজটির যেন ক্ষতি না হয় সব খেয়াল রেখে কাজ করছেন ফায়ার সার্ভিস সদস্যরা। এটি উদ্ধারের পরে ব্রিজ ও কার্গোটির ক্ষয়ক্ষতি নিরুপণ করা যাবে।
মোরেলগঞ্জ ফয়ার সার্ভিসের সাব অফিসার হায়দার আলী আকন জানান, কার্গো ও ব্রিজ দুইটই এখন ঝুঁকিমুক্ত। তবে ব্রিজের নিচ থেকে পুরোপুরি সরাতে কিছু সময় লাগবে। এজন্য তারা জনবলও বাড়িয়েছেন।