Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল বলা যাবে না: তাজুল ইসলাম


৩০ আগস্ট ২০১৯ ১৪:১১ | আপডেট: ৩০ আগস্ট ২০১৯ ১৪:৩৬

ঢাকা: ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সফল এ কথা বলা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো তাজুল ইসলাম। তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাই সমন্বিতভাবে কাজ করছি। আমরা আমাদের সামর্থ অনুযায়ী নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। তবে আমরা সফল সেকথা বলা যাবে না।’

শুক্রবার (৩০ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘নাগরিক সেবা নিশ্চিতে স্থানীয় সরকারের করণীয় শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী মো তাজুল ইসলাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ সফল তখনই বলা যেত যদি ডেঙ্গুতে একজন মানুষও আক্রান্ত না হতো। একজন মানুষও যদি ক্ষতিগ্রস্ত না হতো। আমি তো সফল এ দাবি করব না কারণ আমিও মানুষ আর আমি মানুষের সেবা করার অঙ্গীকার নিয়েই দায়িত্ব নিয়েছি। তবে শত চেষ্টার পরও যদি সফল না হই তাহলে আমি কিভাবে দাবি করব ডেঙ্গু নিয়ন্ত্রণে আমি সফল।

তিনি আরও বলেন, সকল দফতরের সাথে আমাদের সমন্বয় যেভাবে বাড়ছে একইসাথে সমন্বয় কোথায় কোথায় করা দরকার সেটাও আমরা জানার চেষ্টা করছি। তবে প্রতিদিন নতুন নতুন করে সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আমরা আমাদের সক্ষমতা, সামর্থ অনুযায়ী পরস্পর পরস্পরের সাথে কাজ করছি। তবে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মধ্যে আমি সমন্বয়হীনতার কিছু দেখি না। আমি স্পষ্টই বলছি সমন্বয়হীনতার কোনো অভাব নেই। আর যেখানে যেখানে সমস্যা আছে আমরা সেগুলো সমাধানের চেষ্টা করছি। একই সাথে নির্বাচনি ইশতেহারে আমাদের বলা আছে, দুর্নীতিতে আমরা জিরো টলারেন্স। অর্থাৎ আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছি না।

বিজ্ঞাপন

সেমিনারে স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, রাজউক ভেঙ্গে সিটি করপোরেশনের অধীনে দেওয়া দরকার। কারণ যেভাবে ব্যবসা করছে তাতে নগরায়নের কোনো উন্নতি হবে না। সুতরাং সিটি করপোরেশনের অধীনে রাজউক চলে গেলে নগরায়নের উন্নতি হবে। আমাদের সমন্বয়হীনতা বাড়ছে নগরের উন্নয়ন করতে হলে এই সমন্বয়হীনতা দূর করতে হবে।

সেমিনারে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) এর সভাপতি মশিউর রহমান খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানাসের্র (বিআইপি) সহ-সভাপতি অধ্যাপক ড. আকতার মাহমুদ, সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নিবার্হী কর্মকর্তা মো আব্দুল হাই, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান নিবার্হী কমর্কর্তা মো আনসার আলী খান।

সেমিনারটি সঞ্চালনা করেন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) এর সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল।

টপ নিউজ ডেঙ্গু ডেঙ্গু নিয়ন্ত্রণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর