Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন মডেলের ওয়ালটন এসি উন্মুক্ত


৩০ আগস্ট ২০১৯ ১১:৩৮ | আপডেট: ৩০ আগস্ট ২০১৯ ১২:৫৬

নতুন মডেলের এয়ার কন্ডিশনার উন্মুক্ত করেছে ওয়ালটন। ২৪০০০ বিটিইউ বা দুই টন সক্ষমতার এই এসি পাওয়া যাবে স্মার্ট ইনভার্টার, ইনভার্টার ও ফিক্সড স্পিড— এই তিন শ্রেণিতে।

বুধবার (২৮ আগস্ট) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজে ক্রিস্টালাইন সিরিজের ২৪-সি মডেলের নতুন মডেলের এসি উন্মুক্ত করেন মোবাইল অপারেটর রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহতাব উদ্দীন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান এস এম শামসুল আলম, পরিচালক এস এম মাহবুবুল আলম, ওয়ালটন এসির সিইও মো. তানভীর রহমান, নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, চিফ অপারেটিং অফিসার (সিওও) প্রকৌশলী ইসহাক রনি, অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর খোন্দকার শাহরিয়ার মুরশিদ, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মফিজুর রহমান এবং গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান সন্দীপ বিশ্বাসসহ অন্যরা।

ওয়ালটনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেলে রবির ১০ সদস্যের একটি টিম ওয়ালটন কারখানায় আসে। দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পের অগ্রগতি পর্যবেক্ষণের উদেশ্যে তারা ওয়ালটন কারখানা পরিদর্শন করেন।

অনুষ্ঠানে রবি’র এমডি মাহতাব উদ্দীন আহমেদ বলেন, দেশের তরুণ প্রকৌশলীরা আধুনিক ডিজাইন ও ফিচারের এই এসি তৈরি করেছে। বাংলাদেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পে নতুন যুগের সূচনা করেছে ওয়ালটন।

ওয়ালটন এসির সিইও মো. তানভীর রহমান বলেন, ক্রেতাদের হাতে সাশ্রয়ী দামে সর্বাধুনিক প্রযুক্তির পণ্য দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

ওয়ালটন এসি ওয়ালটনের নতুন এসি নতুন মডেলের এসি

বিজ্ঞাপন

নারায়নগঞ্জসহ ৩ জেলায় নতুন ডিসি
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৫০

টি-২০তে সবার আগে ৮ হাজারে তামিম
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৪৩

আরো

সম্পর্কিত খবর