Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১


৩০ আগস্ট ২০১৯ ১২:০৮

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় আরিফ নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টানবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ শহরের ঋষিপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে ও রিভারভিউ মার্কেটের হোসিয়ারি ব্যবসার শ্রমিক।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা জানান, রাতে কোনো ঘটনা নিয়ে দ্বন্দ্বের জের ধরে আরিফকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মিজান নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ছুরিকাঘাতে খুন যুবক খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর