Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১০ মামলার আসামির মৃত্যু


৩০ আগস্ট ২০১৯ ০৯:৪৭ | আপডেট: ৩০ আগস্ট ২০১৯ ০৯:৪৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি খুন, ডাকাতি, অস্ত্র আইনেসহ ১০ মামলার আসামি বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৮টা ১০ মিনিটে উপজেলার পূর্ব চাম্বল গ্রামে এ ঘটনা ঘটেছে।

এরপর ঘটনাস্থলে মো. ইরান (৩৫) নামে ১০ মামলার ওই আসামির মরদেহ পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ১৩টি অস্ত্র ও ২৬ রাউন্ড কার্তুজও উদ্ধার করেছে র‌্যাব।

অভিযানে অংশ নেওয়া র‌্যাবের চট্টগ্রাম জোনের চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান সারাবাংলাকে বলেন, ‘ইরান একজন পেশাদার ডাকাত। সাগরে মাছ ধরার ট্রলার আটকে সে ডাকাতি করে। তার বিরুদ্ধে বাঁশখালী  থানায় ১০টি মামলা আছে।’

র‌্যাবের এই কর্মকর্তার দাবি, সকালে পূর্ব চাম্বল এলাকায় ইরান ও তার সহযোগীরা এলাকায় জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। র‌্যাবের টহল দল দেখে তারা গুলি ছোঁড়ে। তখন র‌্যাব সদস্যরাও গুলি করেন। পাল্টাপাল্টি গুলিতে ইরানের মৃত্যু হয়েছে।

১০ মামলার আসামি টপ নিউজ ডাকাত বন্দুকযুদ্ধ র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’