Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তবলা বাজিয়ে মুগ্ধ করলেন গিনেস বুকে রেকর্ডধারী সুদর্শন দাশ


৩০ আগস্ট ২০১৯ ০৩:১৭

চট্টগ্রাম ব্যুরো: একটানা ৫৫৭ ঘণ্টা ১১ মিনিট তবলা বাজিয়ে গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ডধারী সুদর্শন দাশ তার পরিবেশনার মাধ্যমে মুগ্ধ করেছেন চট্টগ্রামের দর্শক শ্রোতাদের। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসী সুদর্শন দাশের তবলা বাদন পরিবেশনার এই আয়োজন করেছে শিশুমেলা নামে একটি সংগঠন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউটে মনোমুগ্ধকর এই পরিবেশনা হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের প্রধান অতিথি ভারতের সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী বলেন, ‘সঙ্গীত মানুষকে অনুপ্রাণিত করে। সঙ্গীতের মধ্যে দিয়ে মানুষ সুকুমার বৃত্তির চর্চা করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও সঙ্গীত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুমেলাকে ধন্যবাদ এ ধরনের আয়োজনের জন্য।’

শিল্পী সুর্দশন দাশ বলেন, ‘আমি বাংলাদেশের সন্তান। আমি চট্টগ্রামের সন্তান। নিজের দেশের মানুষের সামনে তবলা নিয়ে উপস্থিত হতে পেরে আমি খুব আনন্দিত।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি ডা.একিউএম সিরাজুল ইসলাম, সাবেক লায়ন জেলা গভর্নর রূপম কিশোর বড়ুয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, আওয়ামী লীগ নেতা কাউন্সিলর জহরলাল হাজারী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ এবং শিশুমেলার পরিচালক রুবেল দাশ প্রিন্স।

উল্লেখ্য সুদর্শন দাশ ২০১৬ সালে একটানা ৫৫৭ ঘণ্টা ১১ মিনিট তবলা, ২০১৭ সালে একটানা ২৭ ঘণ্টা ঢোল, ২০১৮ সালে একটানা ১৪ ঘন্টা ড্রাম রোল ও ২০১৯ সালে একটানা ১৪০ ঘণ্টা ৫ মিনিট ড্রাম সেট বাজিয়ে চার গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ডের অধিকারী হন।

বিজ্ঞাপন

গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ডধারী তবলা সুদর্শন দাশ