Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যাদুর্গতদের মাঝে এনআরবিসি ব্যাংকের ত্রাণ বিতরণ


৩০ আগস্ট ২০১৯ ০২:৪৭

জামালপুর: সম্প্রতি এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (এনআরবিসি ব্যাংক) জামালপুরের মাদারগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন। ব্যাংকের পক্ষে সাসটেইনএবল ফাইন্যান্স ইউনিটের মোহাম্মদ সাইফুল ইসলাম ও এসএমই এন্ড এগ্রিকালচার ক্রেডিট ইউনিট এর মো. হারুনুর রশিদ, ব্যাংকের মাদারগঞ্জ শাখার ব্যবস্থাপক মেহেদী হাসান দুইদিনব্যাপী এই ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক তার কর্পোরেট দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় মাদারগঞ্জের সাতটি ইউনিয়ন এবং একটি পৌরসভার ১৩শ জন বন্যাদুর্গত এর মাঝে চাল, ডাল, সয়াবিন তেল, লবণ, চিনি ও শুকনো খাবার বিতরণ করে।

এনআরবিসি ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর