ড্রেনে ভেসে এলো নবজাতকের মৃতদেহ
২৯ আগস্ট ২০১৯ ২১:৪৭ | আপডেট: ২৯ আগস্ট ২০১৯ ২৩:২৫
রংপুর: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ড্রেন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে হাসপাতাল সংলগ্ন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসপাতালের ময়লা আবর্জনার সঙ্গে ঐ শিশুর মরদেহটি ড্রেনে ফেলে দেয় পরিচ্ছন্ন কর্মীরা। ড্রেনের পানিতে ভেসে যাওয়ার সময় স্থানীয় এক যুবকের নজর পড়ে মেয়ে নবজাতকের মরদেহটির দিকে। তিনি উদ্ধারের পর দেখতে পান সেটি মৃত।
এসময় উপস্থিত সাধারণ মানুষ ময়লা-আবর্জনার সঙ্গে শিশুর মরদেহ ড্রেনে ফেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের উপ-পরিচালক সুলতান আহম্মেদ বলেন, বিষয়টি তিনি শুনেছেন। কারা এর সঙ্গে জড়িত তা খুঁজে বের করা হবে। এছাড়া শিশুটির পরিচয় বের করতে চেষ্টা করবেন বলেও জানান তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত রংপুর থানার উপপরিদর্শক আপেল মাহমুদ বলেন, শিশুটির মৃতদেহ কিভাবে ড্রেনে গেল বা শিশুটি কার সেটি খোঁজ নেওয়া হচ্ছে।