Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়লেন আতিকুল


২৯ আগস্ট ২০১৯ ১৬:৩৯

ঢাকা: আন্তর্জাতিক মেয়র সম্মেলনে যোগ দিতে জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়লেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়র আতিকুল ইসলাম বৃহস্পতিবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মানির উদ্দেশে যাত্রা করেছেন। তিনি জার্মানির ডুসেল্ডর্ফ শহরে ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল মেয়রস কনফারেন্সে অংশ নেবেন। বিভিন্ন দেশের ৪২টি শহরের মেয়র এবং জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, দেশটির বিভিন্ন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা সম্মেলনে অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয় আরও বলা হয়, শহরকে কীভাবে আরও স্বাস্থ্যসম্মত করা যায়, নারী-শিশু-বয়ষ্ক মানুষদের জন্য পার্ক, খেলার মাঠ উন্নয়ন ও সবুজায়নের মাধ্যমে কার্বন নিঃসরণ কমিয়ে স্বাস্থ্যসম্মত নগরী নির্মাণ ইত্যাদি বিষয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সম্মেলনে তার মতামত তুলে ধরবেন।

জার্মানি ডিএনিসিসি মেয়র সম্মেলন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর