Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নেওয়ার অভিযোগ


২৯ আগস্ট ২০১৯ ১৭:১১ | আপডেট: ২৯ আগস্ট ২০১৯ ১৭:১৩

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত থেকে শাহাদত হোসেন (৩৪) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অথিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোরে অনন্তপুর সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ৯৪৪ এর কাছ থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির ১৫ ব্যাটালিয়নের কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মুকুল চন্দ্র রায় জানান, দক্ষিণ অনন্তপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে শাহাদত হোসেনসহ কয়েকজন ঐ সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আনা নেওয়া করতেন। বৃহস্পতিবার ভোরে তারা গরু আনতে যায় সীমান্তের কাছে যায়। এসময় ১৯২ ব্যাটালিয়নের ধাপেরহাট ক্যম্পের টহলরত বিএসএফ সদস্যরা টের পেয়ে তাদের ধাওয়া দেয়। কাটাতারের বাইরে ধাওয়া খেয়ে বাকি সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও শাহাদাত হোসেনকে ধরে ফেলে বিএসএফ। এরপর শাহাদত হোসেনকে ধরে নিয়ে যায় বিএফএফ এর টহলকারী দল।

বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

 

বাংলাদেশ-ভারত সীমান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর