Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সপ্তাহের শেষ দিনে ৭৩ শতাংশ শেয়ারের দরপতন


২৯ আগস্ট ২০১৯ ১৬:০৬ | আপডেট: ২৯ আগস্ট ২০১৯ ১৬:০৮

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন হওয়া ৭৩ শতাংশ শেয়ারের দরপতন হয়েছে। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)৭০ শতাংশ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭৬ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ নিয়ে চলতি সপ্তাহের ৫ কার্যদিবসের মধ্যে চার দিনই সূচকের পেতন দিয়ে শেষ হয়েছে লেনদেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫৩টি কোম্পানির ১১ কোটি ২৭ লাখ ৬ হাজার ৬১৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ২৩৬টির, অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের দাম।

বিজ্ঞাপন

এদিন ডিএসইতে ৪০২ কোটি ৯১ লাখ  টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ৪৪ পয়েন্ট কমে ৫ হাজার ৯৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৮০০ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ১৮৩ পয়েন্টে নেমে আসে।

আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার ২৩৯টি কোম্পানির ৬২ লাখ ৫ হাজার ৯০৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ৪২টির, কমেছে ১৮৪টির এবং ১৩টি শেয়ারের দামে কোনো পরিবর্তন আসেনি।

এদিন সিএসই’র প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৫৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৫৮০ পয়েন্টে নেমে আসে। দিনশেষে সিএসইতে লেনদেনে পরিমাণ দাঁড়ায় ১৭ কোটি ৪৫ লাখ টাকা টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ টপ নিউজ ডিএসই ঢাকা স্টক এক্সচেঞ্জ দরপতন পুঁজিবাজার শেয়ারের লেনদেন সিএসই

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর