নিরাপদ ৬০ নগরীর তালিকায় ৫৬ তে ঢাকা
২৯ আগস্ট ২০১৯ ১৪:০১ | আপডেট: ২৯ আগস্ট ২০১৯ ১৫:৩১
সম্প্রতি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) বিশ্বের নিরাপদ নগরীর তালিকা তৈরি করেছে। দুই বছর পরপর প্রকাশ হওয়া এই রিপোর্টে আগের অবস্থান থেকে দুই ধাপ উন্নয়ন ঘটেছে ঢাকার। মোট ৬০টি নগরীর তালিকায় এখন ৫৫তম ঢাকা। খবর দ্য ইকনোমিস্টের।
এই তালিকায় সবচেয়ে অনিরাপদ নগরী নাইজেরিয়ার লাগোস আর সবচেয়ে নিরাপদ জাপানের টোকিও।
ডিজিটাল নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত নিরাপত্তা এবং ব্যক্তিগত নিরাপত্তাকে বিবেচনায় রেখে এই তালিকা তৈরি করা হয়েছে।
তালিকায় থাকা ৬০টি নগরীর মধ্যে নিরাপত্তার ডিজিটাল এবং স্বাস্থ্যগত সূচকে ৫৬ তম, অবকাঠামোগত সূচকে ৫৮ তম, ব্যক্তিগত নিরাপত্তার সূচকে ৫৪ তম।
অবকাঠামো টপ নিউজ টোকিও ডিজিটাল ঢাকা নিরাপত্তা ব্যক্তিগত লাগোস স্বাস্থ্য