১০ টাকার টিকিটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী
২৯ আগস্ট ২০১৯ ১১:১১ | আপডেট: ২৯ আগস্ট ২০১৯ ১২:৪০
ঢাকা: সাধারণ রোগীদের মতো ১০ টাকার টিকিট কেটে চোখের চিকিৎসা সেবা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল আটটায় রাজধানীর শেরে-বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল যান প্রধানমন্ত্রী। এরপর ১০ টাকার টিকিট কেটে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা নেন তিনি।
চিকিৎসা সেবা নেওয়ার পাশাপাশি হাসপাতালের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান শেখ হাসিনা।
এর আগেও দুইবার নিজে টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
গত ১৯ এপ্রিল শেরে-বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১০ টাকার টিকিট কেটে ডাক্তার দেখান শেখ হাসিনা। এছাড়া ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে পাঁচ টাকার নির্ধারিত টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন প্রধানমন্ত্রী।