Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় বাসের ধাক্কায় ২ জনের মৃত্যু


২৯ আগস্ট ২০১৯ ০৯:৫৯ | আপডেট: ২৯ আগস্ট ২০১৯ ১২:২০

সাভার: সাভারের আশুলিয়ায় বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোররাতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- আহাদ পরিবহনের মালিক জলিল এবং ওই পরিবহনের একটি গাড়ির চালক জাহাঙ্গীর। তাদের দুজনের বাড়ি পাবনায় বলে জানা গেছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাসস্ট্যান্ড এলাকায় আহাদ পরিবহনের একটি বাস বিকল হয়ে যায়। পরে বিকল বাসটিকে ওই পরিবহনের আরেকটি বাসের সাথে বেধে টেনে নিয়ে যাওয়ার জন্য রশি বাধা হচ্ছিল। এ সময় এস আর পরিবহনের ঢাকাগামী একটি বাস বিকল বাসটিকে ধাক্কা দেয়। এতে আহাদ পরিবহনের মালিক জলিল ও চালক জাহাঙ্গীর চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় এসআর পরিবহনের অন্তত চার যাত্রী আহত হন।

পরে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম।

আশুলিয়া বাসের ধাক্কা মৃত্যু

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর