আশুলিয়ায় বাসের ধাক্কায় ২ জনের মৃত্যু
২৯ আগস্ট ২০১৯ ০৯:৫৯ | আপডেট: ২৯ আগস্ট ২০১৯ ১২:২০
সাভার: সাভারের আশুলিয়ায় বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোররাতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- আহাদ পরিবহনের মালিক জলিল এবং ওই পরিবহনের একটি গাড়ির চালক জাহাঙ্গীর। তাদের দুজনের বাড়ি পাবনায় বলে জানা গেছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাসস্ট্যান্ড এলাকায় আহাদ পরিবহনের একটি বাস বিকল হয়ে যায়। পরে বিকল বাসটিকে ওই পরিবহনের আরেকটি বাসের সাথে বেধে টেনে নিয়ে যাওয়ার জন্য রশি বাধা হচ্ছিল। এ সময় এস আর পরিবহনের ঢাকাগামী একটি বাস বিকল বাসটিকে ধাক্কা দেয়। এতে আহাদ পরিবহনের মালিক জলিল ও চালক জাহাঙ্গীর চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় এসআর পরিবহনের অন্তত চার যাত্রী আহত হন।
পরে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম।