মেক্সিকোর পানশালায় অগ্নিসংযোগ, ২৫ জনের মৃত্যু
২৯ আগস্ট ২০১৯ ০৫:২৮ | আপডেট: ২৯ আগস্ট ২০১৯ ১১:১২
মেক্সিকোর বন্দর নগরী ভেরাক্রুজের একটি পানশালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মারা গেছেন অন্তত ২৫ জন। মারাত্মকভাবে আহত হয়েছেন আরও ১১ জন। খবর বিবিসির।
স্থানীয় সময় মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। হামলাকারীরা সেখানকার গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ অব্রেডর এই হামলাকে কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই ঘটনায় সন্দেহভাজন অপরাধীরা কি করে নিরাপত্তারক্ষীদের হেফাজত থেকে বেরুল তা জানতে তদন্ত করা হবে।
ভেরাক্রুজের মেয়র কুলিতহুয়া গর্সিয়া বলেছেন, হামলাকারীদের বিচার করা হবে। তিনি সন্দেহভাজন এক অপরাধীর নাম উল্লেখ করেছেন। যার নাম রিকার্ডো। গত মাসে আটক করার ৪৮ ঘণ্টার মধ্যে সে মুক্ত হয়ে যায়।