Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভবনের ছাদ থেকে লাফিয়ে ছাত্রীর আত্মহত্যার অভিযোগ


২৯ আগস্ট ২০১৯ ০০:০৩

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ছয় তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে এক কলেজ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

মৃত ওই ছাত্রীর বাড়ি গোপালগঞ্জ। তবে সে যাত্রাবাড়ী শনির আখড়া এলাকায় ভাড়া থাকত।

ছাত্রীর এক আত্মীয় জানান, দু সপ্তাহ আগে ওই তরুণীর বিয়ে হয় পরিবারের সম্মতিতে। এ নিয়ে পারিবারিক মন-মালিন্য আত্মহত্যার কারণ হতে পারে।

আত্মহত্যার অভিযোগ

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর